বুড়িমারী বন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজা ও কোরবানির ঈদ উপলক্ষে টানা ১০ দিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:57 PM
Updated : 1 Oct 2014, 01:57 PM

বুধবার থেকে এই ছুটি শুরু হলেও পুরো বন্ধের সময়টাতে বন্দর দিয়ে যাত্রীদের চলাচল কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইয়াকুব আলী।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহবায়ক রুহুল আমিন বাবুল জানান, দুর্গাপূজায় ভারত সরকার ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।

আর কোরবানির ঈদে ৫ অক্টোবর হতে ১০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সরকারি ছুটি থাকবে।

তিনি বলেন, “এ কারণে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১০দিন বন্দরে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। ১১ অক্টোবর থেকে আবার তা শুরু হবে।”

এদিকে ছুটির প্রথমদিনে বন্দর দিয়ে ভ্রমণকারী পাসপোর্টধারী যাত্রীদের চলাচল এবং ভ্রমণকর আদায় কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মতিয়ার রহমান।