ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদের ছুটিতে যখন ব্যাংকগুলো বন্ধ থাকবে, তখন এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:48 PM
Updated : 1 Oct 2014, 01:48 PM
বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক সব ব্যাংককে পাঠানো এক চিঠিতে এটিএম বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

সাপ্তাহিক ছুটির পরপরই কোরবানির ছুটি শুরু হওয়ায় আগামী ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে।

এই ধরনের বড় ছুটি শুরু হলে গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথগুলো। অনেক সময়ই বুথে টাকা পাওয়া যায় না বলে গ্রাহকদের অভিযোগ।

এছাড়া এটিএম বুথে ছিনতাইয়ের কবলে পড়ার অভিযোগও রয়েছে।