ডিএনসিসির ২৩৮৪ কোটি টাকার বাজেট

নতুন অর্থবছরের (২০১৭-১৮) জন্য দুই হাজার ৩৮৪ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 02:52 PM
Updated : 21 June 2017, 02:52 PM

বুধবার করপোরেশনের নগর ভবনে মেয়র আনিসুল হক বাজেট ঘোষণার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

বাজেটে রাজস্ব খাত থেকে ৯৭৭ কোটি টাকা, সরকারি অনুদান ১১৩৯ কোটি, সরকারি ও বিদেশি সাহায্য থেকে এক হাজার ২৯ কোটি টাকা আয় ধরা হয়েছে। গত অর্থবছরের ২১৬ কোটি টাকা স্থিতি ও অন্যান্য আয়সহ মোট আয় ২৩৮৪ কোটি ৮০ লাখ টাকা।

এছাড়া বাজার সেলামি থেকে ১২০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স থেকে ৬০ কোটি টাকা, সম্পত্তি হস্তান্তর কর থেকে ১৮০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

রাস্তাঘাট সংস্কার, লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন, অবকাঠামো নির্মাণসহ অন্যান্য উন্নয়নের কাজে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮২০ কোটি টাকা। বাজেটের ৭৬ শতাংশ উন্নয়ন কাজে ব্যয় করা হবে বলে মেয়র জানান।

এছাড়া নতুন সংযুক্ত হওয়া আটটি ইউনিয়ন নিয়ে বিশেষ উন্নয়ন পরিকল্পনা থাকছে এবারের বাজেটে।

গত অর্থবছরে (২০১৬-১৭) দুই হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় বরাদ্দ দিয়ে বাজেট ঠিক করেছিল ডিএনসিসি। তবে বছর শেষে সর্বমোট ব্যয় হয়েছে ১ হাজার ২৩১ কোটি ২৬ লাখ টাকা। বিগত বাজেটে বরাদ্দের ৬০ শতাংশ ব্যয় হয়েছে বলে জানান মেয়র আনিসুল হক।