ঢাকায় এডিবির প্রকল্প পর্যালোচনা বৈঠক

চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় সরকার ও বাস্তবায়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) শীর্ষ কর্তাব্যক্তিরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2016, 06:36 PM
Updated : 18 May 2016, 06:36 PM
বুধবার ঢাকায় এই বৈঠক হয় বলে আন্তর্জাতিক এই উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ, এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বৈঠকে দুইপক্ষের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন।

বৈঠকে চলমান প্রকল্পগুলোর অবস্থা, ২০১৬-১৭ সালের প্রকল্পগুলোর প্রস্তুতি এবং লক্ষ্যপূরণে অগ্রাধিকারমূলক কাজ নিয়ে আলোচনা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কাজুহিকো বলেন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এডিবি ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে এ ধরনের বৈঠক নিয়মিত কাজের অংশ।

বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে এধরনের আলোচনা ভূমিকা রাখে।

বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, পানি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন খাতের বিভিন্ন প্রকল্পে ঋণ সহায়তা রয়েছে এডিবির।