ছিটে গ্রুপভিত্তিক এসএমই ঋণ দিতে নির্দেশনা

বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত ছিটমহলগুলোর কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গ্রুপভিত্তিক এসএমই ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 06:03 PM
Updated : 6 Oct 2015, 06:03 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়ে বলেছে, জাতীয় অর্থনীতির মূলধারায় ওইই সব এলাকার বাসিন্দাদের সংযুক্ত করা এবং তাদের সম্ভাবনাময় উদ্যোগগুলোকে বিকশিত করার লক্ষ্যে এই পদক্ষেপ।

সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পাদিত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মধ্য দিয়ে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের মুল ভুখণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলোর বাসিন্দারা বাংলাদেশের নাগরিকত্বও পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, “নারী-পুরুষ উদ্যোক্তা নির্বিশেষে আলোচ্য গ্রুপভিত্তিক এসএমই ঋণ বিতরণের বিধানটি কেবলমাত্র বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত হওয়া সাবেক ১১১টি ছিটমহলের বাসিন্দা, যারা বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেছেন, তাদের জন্য প্রযোজ্য হবে।”

এর আগে বিলুপ্ত ছিটমহলগুলোর বাসিন্দাদের জন্য মাত্র ১০ টাকা জমা নিয়ে ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমই খাতে ১ লাখ ৪ হাজার ৫৮৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নিয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিতরণ করেছে ৫৬ হাজার ৩৭৩ কোটি টাকা।