ছিটমহলে কার্যক্রম নিতে ব্যাংকগুলোকে পরামর্শ 

বাংলাদেশের মানচিত্রে যোগ হওয়া ছিটমহলের মানুষের জীবনমানের উন্নয়নে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অগ্রাধিকারমূলক কার্যক্রম নিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 02:25 PM
Updated : 2 August 2015, 02:28 PM

রোববার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা জারি করা হয়।

ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী, আটষট্টি বছরের বন্দিত্ব শেষে পহেলা অগাস্ট বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল যোগ হয় বাংলাদেশের মানচিত্রে।

পক্ষান্তরে ভারত পেয়েছে সে দেশের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল।

সার্কুলারে বলা হয়েছে, ভাগ্যাহত ও সুবিধাবঞ্চিত এই জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি (সিএসআর) বাজেট থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণ করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া যাচ্ছে।

এ খাতে ব্যাংক যে ব্যয় করবে সেই ব্যয়কে সামাজিক প্রকল্প বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতে দেখানোরও পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।