এইচএসসি: পাসের হার, জিপিএ-৫ দুটোই কমেছে চট্টগ্রামে

খাতা মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনে এবার এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হারের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 10:03 AM
Updated : 23 July 2017, 10:03 AM

রোববার ঘোষিত এইচএসসির ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাস করেছে ৬১ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে  একহাজার ৩৯১জন।

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ; দুই হাজার ২৫৩ জন জিপিএ-৫ পেয়েছিল।

চট্টগ্রামে ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে আছে ছেলেরা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান রোববার দুপুরে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, এ বোর্ড থেকে এবার ৮২ হাজার ৪১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫০ হাজার ৩৪৭ জন।

এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৬৫ শতাংশ; ছাত্রদের ক্ষেত্রে ৫৯ দশমিক ৫৫ শতাংশ। 

আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৬২৪ জন ছাত্রী, ছাত্র ৭৬৭ জন।

চট্টগ্রাম বোর্ডের ২৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবার একটি কলেজে তভাগ শিক্ষার্থী পাস করেছে। 

এবার বিজ্ঞানে পাস করেছে ৭৭ দশমিক ৩৪ শতাংশ, মানবিকে ৪৭ দশমিক ৪৯ এবং ব্যবসায় শিক্ষায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী।

বিজ্ঞানে গতবারের চেয়ে পাসের হার বাড়লেও মানবিক ও ব্যবসায় শিক্ষায় কমেছে।

গতবার বিজ্ঞানে ৭৬ দশমিক ৬৬, মানবিকে ৫১ দশমিক ৬২ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭০ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।