বাংলাদেশের গরম ভাবাচ্ছে দুমিনিকেও

কিছুদিন আগের সেই তীব্র দাবদাহ নেই। তবে আষাঢ়ের এই গরমেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। জেপি দুমিনি বললেন, এই প্রচণ্ড গরমই হবে বাংলাদেশে তাদের মূল প্রতিবন্ধকতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 03:13 PM
Updated : 2 July 2015, 03:13 PM

বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ দু প্লেসিও বলেছিলেন, গরমে মানিয়ে নেওয়া হবে তাদের মূল চ্যালেঞ্জ। আরও একদিন থেকে আবহাওয়ার আঁচ আরও ভালো করে টের পেয়েছেন দুমিনি। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সেই কথাই।

‘‘বাংলাদেশ সফরে বেশ কিছু চ্যালেঞ্জ থাকছে। কন্ডিশন, গরমের বড় একটা ভূমিকা থাকবে সিরিজে। নিজেদের খুব ভালোভাবে সামলাতে হবে আমাদের। এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।”

তবে এতে খুব ভড়কে যাচ্ছেন না দুমিনি; বরং শোনালেন কন্ডিশনের বাধা জয় করার প্রত্যয়ও।

“এমন নয় যে এই প্রথম আমরা এমন গরমে খেলছি। এই উপমহাদেশে এপ্রিল বা মে মাসে যেমন গরম, জুলাইয়েও তেমনই। অভ্যস্ত হতে কয়েকটা দিন সময় লাগব আমাদের। ভালোভাবে সামলাতে হবে নিজেদের। প্রচুর পানীয় পান করতে হবে। চাহিদা মতো প্রস্তুতি নিতে হবে।”