অ্যাশেজের ইংল্যান্ড দলে নতুন মুখ রশিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের ইংল্যান্ড দলে ডাক পেযেছেন লেগস্পিনার আদিল রশিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 02:47 PM
Updated : 1 July 2015, 02:47 PM

বুধবার প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে ডাক পেয়েছিলেন রশিদ। কিন্তু তিন টেস্টের ওই সিরিজের কোনো ম্যাচেই খেলা হয়নি ১১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের।

এছাড়া দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন স্টিভেন ফিন। ২০১৩ সালের জুলাইয়ের পর আর টেস্ট খেলেননি ডান-হাতি এই পেসার।  

কার্ডিফে আগামী বুধবার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।

ইংল্যান্ডের এই দলের ৭ জনের ঘরের মাঠে অ্যাশেজ খেলার অভিজ্ঞতা নেই।

২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া শেষ অ্যাশেজে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ড। এবার তাই প্রতিশোধের লক্ষ্য অ্যালেস্টার কুকের দলের।

অ্যাশেজের প্রথম টেস্টের ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), অ্যাডাম লিথ, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মইন আলি, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, আদিল রশিদ, স্টিভেন ফিন।