শুভাগতর নৈপুণ্যে মধ্যাঞ্চলের লিড

শুভাগত হোম চৌধুরী ও শহিদুল ইসলামের চমৎকার বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছে মধ্যাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে ২২ রানে এগিয়ে রয়েছে তারা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 11:42 AM
Updated : 25 May 2015, 11:42 AM

দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ফিরেন রনি তালুকদার। আর ৭ রান করেন রকিবুল হাসান। আব্দুল মজিদ ১০ ও মাহমুদউল্লাহ ৪ রানে ব্যাট করছেন। 
 
এর আগে সোমবার ৮ উইকেটে ২৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। মাত্র ১১ রান যোগ করে ২৮৯ রানে অলআউট হয়ে যায় তারা।
 
দিনের প্রথম ওভারে জাবিদ হোসেনকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই জন্য তার খরচ হয় ১১৩ রান। 
 
জবাবে শুভাগত ও শহিদুল ইসলামের মারাত্মক বোলিংয়ে ২৮৭ রানে অলআউট হয়ে যায় উত্তরাঞ্চল। 
 
অধিনায়ক নাসির হোসেনের ৩৪ রানের পরও ৯৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে উত্তরাঞ্চল। তবে সাব্বির রহমানের সঙ্গে ৯২ ও মুক্তার আলীর সঙ্গে ৭৪ রানের দুটি জুটি গড়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন ফরহাদ হোসেন। 
 
সাব্বির ৮৪ বলে ৭৫ ও ফরহাদ ১৩৩ বলে ৬৭ রানের দুটি ভালো ইনিংস খেলেন। এক সময়ে উত্তরাঞ্চলের স্কোর ছিল ৭ উইকেটে ২৬৯ রান। পরপর দুই ওভারে ফরহাদ ও মুক্তারকে (৪২) বিদায়ে করে লিড নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেন অফস্পিনার শুভাগত। ৭৮ রানে ৫ উইকেট নেন তিনি। 
 
দেলওয়ার হোসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ২৮৭ রানে উত্তরাঞ্চলের ইনিংস থামিয়ে দেন শহিদুল। এই পেসার ৪ উইকেট নেন ৫৫ রানে।