গেইল ঝড়ের পর স্ট্যার্ক তোপে বিধ্বস্ত পাঞ্জাব

ক্রিস গেইলের দুর্দান্ত শতকের পর মিচেল স্ট্যার্ক ও শ্রিনাথ অরভিন্দের দারুণ বোলিংয়ে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জা ব্যাঙ্গালোর। একপেশে লড়াইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩৮ রানে হারিয়েছে তারা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 04:32 AM
Updated : 7 May 2015, 04:32 AM

বুধবার ব্যাঙ্গালোরে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২৬ রান করে স্বাগতিক দল। 
 
আকসার প্যাটেলকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১১৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গেইল। তার ৫৭ বলের ইনিংসটি ১২টি ছক্কা ও ৭টি চার সমৃদ্ধ। 
 

এবি ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ৪৭ রান। তার ২৪ বলের ইনিংসটি গড়া ৪টি ছক্কা ও ৩টি চারে। গেইলের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেওয়া অধিনায়ক বিরাট কোহলি করেন ৩২ রান। 
জবাবে স্ট্যার্ক ও আরভিন্দের তোপে ১৩ ওভার ৪ বলে ৮৮ রানে অলআউট  হয়ে যায় পাঞ্জাব। 
অতিথি দলের মাত্র দুই জন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন আকসার। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল ঋদ্ধিমান সাহা। 
স্ট্যার্ক মাত্র ১৫ রানে নেন ৪ উইকেট। আরভিন্দ ৪ উইকেট নেন ২৭ রানে।