ব্যথা নিয়েই খেলবেন ভেটোরি

মেলবোর্নের ফাইনালে ড্যানিয়েল ভেটোরির ব্যথা নিয়েই খেলার সম্ভাবনা আছে। তবে নিউ জিল্যান্ড আশা করছে, ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠবেন দলের এই নির্ভরযোগ্য স্পিনার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 08:42 AM
Updated : 26 March 2015, 08:46 AM

প্রোটিয়াদের বিপক্ষে ইডেন পার্কের সেমি-ফাইনাল ম্যাচে পিঠে চোট পান ভেটোরি। ৩৬ বছর বয়সী এই স্পিনারের জন্য এটাই শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বেশি। তাই স্বপ্নের ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভেটোরি এতটাই উন্মুখ যে, বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলে দেওয়ার কথাও এ মুহূর্তে ভাবতে চাইছেন না। ভেটোরি জানান, খেলাটা উপভোগ করছেন এবং ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

বিশ্বকাপের এ আসরের সেমি-ফাইনাল পর্যন্ত খেলা আট ম্যাচে বল হাতে বেশ আলো ছড়িয়েছেন ভেটোরি। ১৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের ফাইনালে ওঠায় দারুণ অবদান রাখেন তিনি।

আগামী রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে বিশ্বকাপের একাদশ আসরের শিরোপা নির্ধারণী লড়াই। উত্তেজনায় মোড়ানো প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে নিউ জিল্যান্ড।