বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় চায় স্কটল্যান্ড

স্কটল্যান্ডের বিপক্ষে মধুর এক স্মৃতি নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে তাদের বিপক্ষেই প্রথম জয়টা পেয়েছিল আমিনুল ইসলামের দল। বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের আনন্দে ভাসতে চায় স্কটিশরাও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 03:40 PM
Updated : 4 March 2015, 03:41 AM

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের নেলসনে স্যাক্সটন ওভালে এই ম্যাচের আগে বাংলাদেশের বিপক্ষে জয়ের প্রত্যয়ের কথা বলেন স্কটল্যান্ডের অলরাউন্ডার রিচি বেরিংটন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্কটল্যান্ডের দ্য ন্যাশনাল দৈনিকে নিজেদের লক্ষ্যের কথা জানান দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার।

"আমাদের নিজস্ব একটা লক্ষ্য আছে এবং এই টুর্নামেন্টে (বাংলাদেশকে হারিয়ে) একটা ছাপ রাখার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

ওয়ানডে ক্রিকেটে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ৩ বার, যার তিনটিতেই জয় পায় বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাৎ হয়। সেই ম্যাচে পাওয়া জয়টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম।

স্যাক্সটন ওভালের ম্যাচে বাংলাদেশই ফেভারিট। আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ড এটা ভালো করেই জানে। আর প্রথম তিন ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া বাংলাদেশ যে টুর্নামেন্টের নকআউটে ওঠার স্বপ্ন দেখছে, সেটাও জানেন বেরিংটন।

সব জানার কারণেই তিনি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ার কাজটি সহজ হবে না।

"আমরা জানি বাংলাদেশ কঠিন এক দল। নকআউট পর্বে ওঠার জন্য আত্মবিশ্বাসী তারা।"