ইরফানে ভয় নেই আমিরাতের

পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে নিয়ে কি বাড়তি দুশ্চিন্তায় আছে সংযুক্ত আরব আমিরাত? মনে যাই থাকুক, দেশটির অলরাউন্ডার আমজাদ জাভেদ দীর্ঘদেহী এই পেসারকে ভয় না পাওয়ার দাবি করছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 10:09 AM
Updated : 3 March 2015, 12:01 PM

বুধবার নিউ জিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইরফানের বোলিং নিয়ে ভয় না পাওয়ার কারণও জানান জাভেদ। ইরফান আর তার বোলিংয়ের সঙ্গে আমিরাতের খেলোয়াড়দের অনেক আগে থেকেই পরিচয় আছে বলে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বলেন তিনি।

"আপনারা যদি না জানেন (তাহলে বলি); ইরফান সাত বছর আগে দুবাইতে খেলেছে।"

কিন্তু নেপিয়ার আর দুবাইয়ের কন্ডিশন আর উইকেট মোটেই এক রকম নয়। ফাস্ট বোলাররা নিউ জিল্যান্ডে বাড়তি একটু সুবিধা পায়ই।

ভারতের বিপক্ষে ১০ ওভার বল করে ৫৮ রান দিয়ে কোনো উইকেট পাননি ইরফান। পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে ৩১০ রান করলেও মাত্র ৪৪ রান নিয়ে একটি উইকেট নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনের গ্যাবায় ৩০ রানে ৪ উইকেট নেওয়া ইরফান নেপিয়ারে বাড়তি সুবিধা পাবেন বলে মানছেন জাভেদও।

তার মানে কি ইরফানকে কিছুটা হলেও ভয় পাচ্ছে আমিরাতের ব্যাটসম্যানরা? জাভেদ সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ করেন।

"না, না; তারা ভীত নয়। তারা (আমিরাতের ব্যাটসম্যানরা) ভালোভাবে তৈরি এবং এখনো তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদের ব্যাটিং কোচ মুদাস্সর (নজর) তাদের নিয়ে কঠোর পরিশ্রম করছে। তাই আমরা ভালো করব।"