'আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেয়া উচিৎ'

আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেয়া উচিৎ বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 01:46 PM
Updated : 16 Dec 2014, 01:46 PM

টেস্ট ক্রিকেটে ক্রমেই দর্শক কমে যাচ্ছে বলে মনে করেন গিলেস্পি। আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দিলে ক্রিকেটের অভিজাত সংস্করণটি সেদেশের দর্শকদের পাশে পাবে বলেই মনে করেন তিনি।

কাউন্টি দল ইয়র্কশায়ারের কোচ বলেন, "আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেয়া হবে টেস্ট ক্রিকেটকে সরাসরি জাগিয়ে তোলার দারুণ একটি উপায়।"

আয়ারল্যান্ডকে এক সময় টেস্ট খেলার অধিকার দিতেই হবে বলে মনে করেন গিলেস্পি। যে কাজটা পরে করতে হবে, সেটা এখন করে ফেললেই মঙ্গলজনক হবে বলে উল্লেখ করেন তিনি।

একাদশ দেশ হিসেবে আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেয়াটা বিশ্ব ক্রিকেটের জন্যই একটি ভালো খবর হবে বলে জানান গিলেস্পি।