বোলারদের ওপর আস্থা মুশফিকের

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, জিম্বাবুয়ের ২০ উইকেট নেয়ার সামর্থ্য তার দলের বোলারদের রয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 11:56 AM
Updated : 24 Oct 2014, 11:56 AM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। তার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক জানান, বোলারদের ওপর পূর্ণ আস্থা রয়েছে তার।

“এই সময়ে আমাদের বড় একটা জয় দরকার। আর ২০ উইকেট নেয়ার মত বোলার আমাদের আছে। ঘরের মাঠে খেলার সুবিধা নেয়ার চেষ্টা করছি আমরা।”

মুশফিক জানান, জেতার জন্য কঠোর অনুশীলন করেছেন তারা। এখন তাদের প্রয়োগের সময় এসেছে।

“বোলারদের প্রতিপক্ষকে দুবার অলআউট করার সামর্থ্য আছে। তবে এর জন্য ফিল্ডিং ভালো হওয়া গুরুত্বপূর্ণ। আশা করব, বোলারদের তৈরি করা সুযোগগুলো আমরা ফিল্ডাররা কাজে লাগাতে পারব।”

উইকেটের জন্য কেবল অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপরই নির্ভর করছেন না মুশফিক।

“শুধু একজন না, ২০ উইকেট নেওয়ার মতো যথেষ্ট বোলার আছে। সাকিব তো অবশ্যই আছে। দলে আরও দুই-তিন জন বোলার আছে যারা ২০ উইকেট নেওয়ার জন্য মূল বোলার হতে পারে।”

সাকিব ছাড়াও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার জুবায়ের হোসেনের ওপর নির্ভর করছেন মুশফিক।

“তাইজুল, জুবায়ের অনভিজ্ঞ হলেও ছোট বেলা থেকে ওরা এই কন্ডিশনে খেলছে। তাইজুল শেষ দুটি টেস্টে ভালো করেছে। জুবায়ের জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো করেছে। আশা করবো তিন স্পিনারই যেন ‘ডমিনেট’ করে।”