মুশফিক, মাহমুদুল্লাহর অর্ধশতক

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। তিন দিনের এই ম্যাচের প্রথম দিন অর্ধশতক পেয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 02:44 PM
Updated : 16 Oct 2014, 02:44 PM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকের নেতৃত্বধীন বিসিবি লাল দল ৭ উইকেটে ২২০ রানে ইনিংস ঘোষণা করে।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ও মোহাম্মদ মিঠুন কোনো রান না করে বিদায় নেওয়ায় শুরুটা মোটেও ভালো হয়নি লাল দলের। দুজনকেই ফেরান পেসার শাহাদাত হোসেন।

২৯ রান করে ফিরে যান সাব্বির রহমানও। তবে মাহমুদুল্লাহ ও মুশফিকের দৃঢ়তায় শুরুর ধাক্কা কাটিয়ে লড়াইয়ে ফিরে লাল দল।

সর্বোচ্চ ৬২ রান করেন মুশফিক। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৫৮ রান। আর ছন্দে ফেরার লড়াইয়ে থাকা নাসির হোসেন খেলেন ৪৯ রানের ইনিংস।

দলে থাকা আট বোলারকেই ব্যবহার করেন বিসিবি সবুজ দলের অধিনায়ক তামিম ইকবাল।
জবাবে দিন শেষে ১ উইকেটে ৪৫ রান করে সবুজ দল।

২৫ রান করে সাকলাইন সজীবের শিকারে পরিণত হন শামসুর রহমান। তামিম ১৬ ও মুমিনুল হক ২ রানে ব্যাট করছেন।