তানভীরের শতকে রংপুরের বড় সংগ্রহ

ধীমান ঘোষের পর তানভীর হায়দারের শতকে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ৯ উইকেটে ৫৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে রংপুর বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 12:23 PM
Updated : 21 April 2014, 12:23 PM

জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১৩৩ রান করেছে বরিশাল। প্রথম ইনিংসে ২৮৯ রান করা দলটি লড়ছে ম্যাচ বাঁচাতে। ৮ উইকেট হাতে নিয়ে এখনো ১২১ রানে পিছিয়ে বরিশাল।

সোমবার ফতুল্লার আউটার স্টেডিয়ামে ৫ উইকেটে ৩৪৬ রান নিয়ে খেলা শুরু করে রংপুর। ৩৮ রান নিয়ে দিন শুরু করা তানভীরের ব্যাট থেকে আসে অপরাজিত ১২১ রান। চলতি আসরে এটি তার দ্বিতীয় শতক। তানভীরের ২৬২ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা।

শতক করার পথে তানভীর অষ্টম উইকেটে অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর (৬১) সঙ্গে ৯৬ ও নবম উইকেটে সাজেদুল ইসলামের (২৫) সঙ্গে ৪৯ রানের দুটি ভালো জুটি উপহার দেন।
বরিশালের পক্ষে মনির হোসেন ৫ উইকেট নেন ১৫১ রানে। সোহাগ গাজীর দুই উইকেটের পেছনে খরচ ১৮৭ রান।
২৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দিন শেষে মঈনুল ইসলাম ও শাহরিয়ার নাফীসের উইকেট হারিয়েছে বরিশাল। দুটি উইকেটই নেন নাসির হোসেন। সালমান হোসেন ৩৮ ও নুরুজ্জামান ২৯ রানে অপরাজিত।