বিশ্বকাপের সফল আয়োজনে আইসিসির প্রশংসা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি অ্যাল্যান আইজ্যাক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 03:42 PM
Updated : 10 April 2014, 03:48 PM

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় আইজ্যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সরকার, নিরাপত্তা এজেন্সি এবং সাধারণ মানুষকে তাদের গুরুত্বপূর্ণ অবদান ও সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আইসিসি সভাপতি বলেন, “আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল খুবই সফল একটি ইভেন্ট। ক্রিকেটার, কর্মকর্তা, সমর্থক ও গণমাধ্যম এটি পুরোপুরিই উপভোগ করেছে। স্মরণীয় এই আয়োজনের জন্য বিসিবি ও আইসিসি দলকে কৃতিত্ব দিতেই হবে।”

আইজ্যাকের বিশ্বাস, বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশও উপকৃত হয়েছে।

“এই ইভেন্ট ঢাকা ও চট্টগ্রামে অবকাঠামো উন্নয়ন করায় বাংলাদেশকে সাহায্য করেছে। সিলেটে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম উন্নয়নেও সহায়তা করেছে এটি।”

টি-টোয়েন্টির নতুন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও হ্যাটট্রিক শিরোপা জেতা অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের প্রশংসা করেছেন তিনি।

“শ্রীলঙ্কার এই জয়ে পাঁচ আসরে পাঁচ চ্যাম্পিয়ন দেখলাম আমরা। সহযোগী দেশগুলোর পারফরম্যান্স উৎসাহব্যাঞ্জক। আইসিসির পঞ্জিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপই যে সবচেয়ে উন্মুক্ত, পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে তাদের সাফল্যই তার স্পষ্ট প্রতিফলন।”