স্পিনার হান্টে জয়ী নাঈম

প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কখনও ক্রিকেট বল হাতে নেননি। আয়োজন শেষে তার হাতেই সেরার ট্রফি। স্পিনার হান্টের সেরা হয়েছেন সিলেটের নাঈম আহমেদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 01:32 PM
Updated : 10 April 2017, 01:32 PM

উচ্চতা ৬ ফুটের বেশি। দেখলে মনে হতে পারে বুঝি ফাস্ট বোলার। আসলে নাঈম অফ স্পিনার।

আয়োজনের চূড়ান্ত পর্বে ৫ দিনের আবাসিক ক্যাম্প শেষে সোমবার মিরপুর একাডেমি মাঠে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। জানানো হয় সেরা ১০ স্পিনার, ১ জন মেয়ে ও ১ জন ভিন্নভাবে সক্ষম স্পিনারের নাম।

চূড়ান্ত বিজয়ীর পাশাপাশি ছিল আরও দুটি উল্লেখযোগ্য পুরস্কার। সেরা বৈচিত্রময় স্পিনার মনোনীত হয়েছেন সিলেটের নাঈম হোসেন সাকিব। নিখুঁত নিশানা ও ধারাবাহিকতায় সেরা রংপুরের রিশাদ হোসেন।

সেরা নারী স্পিনার খুলনার সুলতানা খাতুন। ভিন্নভাবে সক্ষম সেরা স্পিনার ঢাকার মোহাম্মদ নাসিম।

বিসিবির সহযেগিতায় ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির উদ্যোগে গত ফেব্রুয়ারিতে শুরু হয় এই স্পিন হান্ট।

জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় ৬৪ জেলায় অনুষ্ঠিত হয় আয়োজনের প্রথম পর্ব। সেখান থেকে বাছাই করা হয় ১ হাজার স্পিনার। যার মধ্যে ৯২৮ জন ছেলে, মেয়ে ৭২ জন। পরে বিভাগীয় পর্যায়ে করা হয় দ্বিতীয় পর্ব। সেটি উতরানো ৬০ জন ছিলেন চূড়ান্ত পর্বে।

ট্রফির পাশাপাশি বিজয়ীদের জন্য ছিল আর্থিক পুরস্কারও। এবার তারা অনুশীলনের সুযোগ পাবেন বিসিবি একাডেমিতে।