ভারত টেস্টে ভেন্যু বদলে আপত্তি নেই বিসিবির

ভারতে মুশফিকুর রহিমদের টেস্টের ভেন্যুতে যদি কোনো পরিবর্তন আসে তাতে কোনো আপত্তি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে ৯ ফেব্রুয়ারিতেই যে এই ম্যাচ শুরু হবে তাতে কোনো সংশয় নেই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 12:20 PM
Updated : 24 Jan 2017, 12:20 PM

মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন বিসিবি প্রধান নাজমুল হাসান। সেখান ভারত টেস্টের ভেন্যু সম্পর্কে প্রশ্ন এলে নিজেদের অবস্থান জানান তিনি।

“ভারত সফর হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। ছেলেরা একটি প্রস্তুতি ম্যাচও খেলবে, সেটাও ঠিক আছে। ভেন্যুর পরিবর্তন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আমাদের কিছু জানায়নি। যদি ওরা ভেন্যুতে কোনো পরিবর্তন আনে তাতে আমাদের কোনো আপত্তি নেই।”

খেলা হওয়ার কথা হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই অন্য একটি ভেন্যুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে খেলার কথা বাংলাদেশের।

এর আগে ভারতের দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছিল, আর্থিক কারণে বাংলাদেশ টেস্ট আয়োজনে অপরাগতা জানিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। পরদিন খবরটি গুজব বলে উড়িয়ে দেন এইচসিএ সচিব কে জন মনোজ।

বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি।