সিরিজ হারল রুমানার দল

এক ম্যাচ পরে আবার সেই ছন্নছাড়া চেহারায় রুমানা আহমেদের দল। ব্যাটিং ব্যর্থতায় ঠিক মতো লক্ষ্য তাড়াও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ওয়ানডে ৯৪ রানে জিতে সিরিজ ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 11:23 AM
Updated : 18 Jan 2017, 12:02 PM

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে দক্ষিণ আফ্রিকা।

সর্বোচ্চ ৭৯ রান করেন মিগনন দু প্রিজ। ৪৭ রান করেন ক্লোয়ি ট্রায়ন। লিজেলি লি ২৮ ও ড্যান ফন নিকার্ক অপরাজিত ২৬ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন।

৪৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার খাদিজা তুল কুবরা।

জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৫৭ রান করে বাংলাদেশ। দশম ওভারে ২৮ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকরা লক্ষ্য তাড়ার চেষ্টাতেই যায়নি।

সর্বোচ্চ ৬৭ রান করতে ১৪৪ বল খেলেন ফারজানা হক। মন্থর ব্যাটিংয়ে তার চেয়ে পিছিয়ে ছিলেন না সালমা খাতুন। ৬৪ বলে তিনি করেন ৩০ রান। নিগার সুলতানা ৭ রান করতে খেলেন ৩৪ বল। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টায় স্বাগতিকরা শেষ ৫ উইকেট হারায় ১৯ রানে।

৩৪ রানে ৩ উইকেট নিয়ে পেসার আয়াবঙ্গা খাকা দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।

আগামী শুক্রবার হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।