শ্রীলঙ্কা টেস্ট দলে নতুন মুখ ভিকুম সঞ্জয়া

চোট কাটিয়ে অনুমিতভাবেই শ্রীলঙ্কা দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও পেসার দুশমন্থ চামিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে চমক পেসার ভিকুম সঞ্জয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 01:56 PM
Updated : 8 Dec 2016, 01:56 PM

২৪ বছর বয়সী সঞ্জয়ার আহামরী গতি নেই, ঘরোয়া ক্রিকেটে রেকর্ডও উজ্জ্বল কিছু নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৩৩.৭৮ গড়ে উইকেট নিয়েছেন ৩৮টি। ঘণ্টা প্রতি ১৩৫ কিলোমিটারের আশেপাশের গতিতে বল করা এই ডানহাতি পেসারের আউট সুইং মনে ধরেছে কোচ-নির্বাচকদের।

জিম্বাবুয়ে সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা উপুল থারাঙ্গা জায়গা ধরে রেখেছেন। তবে সেই সিরিজে নজর কাড়া অলরাউন্ডার আসেলা গুনারত্নে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা জায়গা হারিয়েছেন।

চোট থেকে সেরে উঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা পেসার নুয়ান প্রদিপ জায়গা পেয়েছেন ১৫ সদস্যের টেস্ট দলে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু গামাগে, কাসুন মধুশঙ্কা ও লাকশান সান্দাকান।

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। আগামী ২৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে শুরু হবে প্রথম টেস্ট।

টেস্টের শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, দিমুথ করুনারত্নে, কুশল সিলভা, ধনাঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়া, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ।