অসাধারণ খেলেছে মারুফ: সাঙ্গাকারা

বিপিএলের গত আসরের সর্বোচ্চ রান স্কোরার কুমার সাঙ্গাকারা। ছিলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়কও। নিজে রানের চূড়ায় থাকলেও দল ছিল চার নম্বরে। এবার তিনি অধিনায়ক নন, তবে খুশি দল জয়ে শুরু করায়। প্রথম ম্যাচে মেহেদী মারুফের ব্যাটিংয়েও মুগ্ধ শ্রীলঙ্কান কিংবদন্তি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 07:42 AM
Updated : 9 Nov 2016, 08:32 AM

মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা। ১৪৯ রান তাড়ায় ঢাকার উদ্বোধনী জুটিই গুঁড়িয়ে দেয় বরিশালকে। ৫২ বলে ৮৮ রানের জুটি গড়েন সাঙ্গাকারা ও মারুফ। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন মারুফ।

প্রথম ম্যাচের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত সাঙ্গাকারা। নাসির হোসেনের দুর্দান্ত ক্যাচে দিলশান মুনাবিরার ফেরা থেকে শুরু করে সাকিব আল হাসানের নেতৃত্ব, মারুফের ব্যাটিং সবই নজর কেড়েছে তার। ম্যাচ শেষে চ্যানেল নাইনের সঙ্গে কথোপকথনে জানালেন তার ভালো লাগা।

“দারুণ জয়। শুরুটা এর চেয়ে ভালো হতে পারত না। আমরা ঠিক করেছিলাম টস জিতলে আগে ব্যাট করব। কিন্তু মাঠে আসার পর সাকিব উইকেট ও কন্ডিশন দারুণভাবে বুঝেছে এবং কাজে লাগিয়েছে। নাসিরের ক্যাচটিই ম্যাচের সুর বেধে দিয়েছে।”

“ওদের মুশফিক ও নাফীস দারুণ ব্যাট করেছে। তবে আমাদের মারুফ খেলেছে অসাধারণ।”

গতবারের দল ঢাকা ডায়নামাইটসেই খেলতে পেরে খুশি সাঙ্গাকারা।

“গতবারও উপভোগ করেছি বিপিএল। আবার একই দলে ফিরতে পারা দারুণ সম্মানের। শুরুটা ভালো হয়েছে। এখন এটা ধরে রাখতে হবে।”