আরও ৫০ রান চায় ইংল্যান্ড

ইংল্যান্ডের ১১ নম্বর ব্যাটসম্যান গ্যারেথ ব্যাটিরই প্রথম শ্রেণির ক্রিকেটে আছে তিনটি শতক। ক্রিস ওকস অলরাউন্ডার, ১০ নম্বর ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডের আছে টেস্ট শতক। তাই শেষ ২ উইকেটে আরও ৫০ রান যোগ করতে না পারার কোনো কারণ দেখছেন না বেন স্টোকস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 02:08 PM
Updated : 22 Oct 2016, 02:37 PM

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২২৮ রান। ওকস ১১ ও ব্রড ১০ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ৪৫ রানে এগিয়ে থাকায় অতিথিদের লিড ২৭৩ রান। 

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা স্টোকস জানান, তারা বাংলাদেশকে ৩২০ রানের লক্ষ্য দিতে চান।

“আমরা যদি ৩২০ পর্যন্ত যেতে পারি তাহলে খুব ভালো হবে। আমরা ভাগ্যবান আমাদের খুব দৃঢ় ব্যাটিং লাইনআপ রয়েছে। টেস্টে ব্রডের শতক রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ওকসের শতক আছে। ওদের আরো ৫০ রান করতে না পারার কোনো কারণ নেই।”

প্রথম দিন থেকেই বল ঘুরছে এমন পিচে ম্যাচ জয়ের জন্য বাকি কাজটুকু বোলারদের করার সামর্থ্য আছে বলে বিশ্বাস প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া স্টোকসের।

“আমাদের দুই জন অফ স্পিনার থাকায় বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক কঠিন হবে। ওদের কয়েক জন বাঁহাতি ব্যাটসম্যান আছে।”

বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চার জন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক ও সাকিব আল হাসান বাঁহাতি ব্যাটসম্যান।