ভেজা মাঠ মিইয়ে দিল উত্তেজনা

দিনভর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, চকচকে নীলাকাশ। তার পরও হতে পারল না একটি বলও! আগের রাতের ভারী বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ভেস্তে গেছে ডারবানে দক্ষিণ আফ্রিকা-নিউ জিল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2016, 02:28 PM
Updated : 21 August 2016, 02:28 PM

টেস্টের প্রথম দিনে দারুণ লড়াই হয়েছিল ব্যাটে-বলে। বৃষ্টি কবলিত দ্বিতীয় দিনে ছিল সুইং বোলিংয়ের অনুপম প্রদর্শনী। রোববার তৃতীয় দিনে কিছুই হতে দিল না ভেজা মাঠ।

ডারবানে আগের রাত ৮টা থেকে টানা বৃষ্টি হয়েছে ভোর ৬টা পর্যন্ত। ৬৫ মিলিমিটার বৃ্ষ্টিপাতে সকালে কিংসমিড স্টেডিয়ামের আউটফিল্ডকে মনে হচ্ছিল কোনো লেক!

সেই পানি সরেছে দ্রুতই; তবে মাঠ খেলার উপযোগী হয়নি সারা দিনেও। দুপুর সোয়া ২টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৬৩

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৫/২