১০ শতকে সবাইকে ছাড়িয়ে ডি কক

ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে ১০টি শতকের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 06:43 PM
Updated : 10 Feb 2016, 10:34 AM

ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার সেঞ্চুরিয়নে ৩১৮ রান তাড়ায় প্রোটিয়া ওপেনার ডি কক দলকে এনে দেন দুর্দান্ত শুরু; ৯৬ বলে ছুঁয়ে ফেলেন ওয়ানডেতে তার দশম শতক। আউট হয়েছেন ১১৭ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে।

মাত্র ৫৫ ইনিংসেই শতকের সংখ্যায় দুই অঙ্ক ছুঁলেন ডি কক। তিনি ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকা দলেই তার উদ্বোধনী জুটির সঙ্গী হাশিম আমলাকে। ১০টি শতক করতে আমলার লেগেছিল ৫৭ ইনিংস।

মঙ্গলবারের ম্যাচে আমলাও করেছেন ক্যারিয়ারের ২২তম ওয়ানডে শতক। আমলা-ডি কক মিলে গড়েন ২৩৯ রানের উদ্বোধনী জুটি।

দ্রুততম ১০ শতকের তালিকায় তিনে আছেন বিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যানের লেগেছিল ৮০ ইনিংস। ৯৯ ইনিংসে ১০ শতক করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট গর্ডন গ্রিনিজ।

ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে ৫ শতকের রেকর্ডও ডি ককের। ক্যারিয়ারের বিস্ময়কর সূচনায় প্রথম ১৯ ইনিংসেই এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি এই ব্যাটিং প্রতিভা। এর পরের শতক পান ১৫ ইনিংস পর।

এরপর দলে জায়গাও হারিয়েছিলেন কদিনের জন্য; কিন্তু ফিরেছেন দোর্দন্ড দাপটে। সবশেষ ৬ ইনিংসে এই নিয়ে করলেন ৪ শতক। তাতেই নাম লেখালেন এই রেকর্ডে।