ম্যাচসেরা সাকিবের ঝড়ে করাচির জয়

সাকিব আল হাসানের বিধ্বংসী ইনিংস আর মোহাম্মদ আমিরের হ্যাটট্রিকে জয় দিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিযান শুরু করেছে করাচি কিংস। ৭ উইকেটে তারা হারিয়েছে লাহোর কালান্দার্সকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 02:48 PM
Updated : 6 Feb 2016, 04:48 AM

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৫ রান করে লাহোর।

সর্বোচ্চ ৩৭ রান আসে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া আর কেউ খুব একটা ভালো করতে না পারায় লড়াইয়ের পুঁজি পায়নি লাহোর।

১৯তম ওভারে পরপর তিন বলে জোয়েব খান, ডোয়াইন ব্রাভো ও কেভন কুপারকে ফিরিয়ে দেন আমির। ২৭ রানে তিন উইকেট নিয়ে এই বাঁহাতি পেসারই দলের সেরা বোলার।

সাকিব ২৬ রানে নেন এক উইকেট। লাহোরের অধিনায়ক আজহার আলিকে বোল্ড করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

জবাবে ১৫ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় করাচি।

দ্বিতীয় ওভারেই চার রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে করাচি। এরপর ব্যক্তিগত ৫ রানে ব্রাভোকে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান সাকিব। তবে পাল্টা আক্রমণে দ্রুতই নিজেদের ওপর থেকে চাপটা সরিয়ে নেন সাকিব।

অর্ধশতক করে ম্যাচসেরা সাকিব ফিরে যাওয়ার সময় জয় হাতের নাগালে। ৩৫ বলে খেলা তার ৫১ রানের ইনিংসটি ৩টি করে ছক্কা-চারে সাজানো।

৬২ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। তার ৪৬ বলের ইনিংসটি ৮টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।

করাচিতে সাকিবের দলে আছেন মুশফিকুর রহিমও। তবে বাংলাদেশের টেস্ট অধিনায়কের খেলা হয়নি এই ম্যাচে।