তামিমের ব্যাটে পেশাওয়ারের জয়

তামিম ইকবালের দৃঢ়তায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয় পেয়েছে পেশাওয়ার জালমি। শহিদ আফ্রিদির দলটি ২৪ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 06:12 PM
Updated : 6 Feb 2016, 05:01 AM

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে পেশাওয়ার।

পেশাওয়ারকে দেড়শ’ রানের কাছাকাছি নেওয়ার কৃতিত্ব তামিমের। ১৯তম ওভারে ফেরার আগে ৫১ বলে ৫১ রানের চমৎকার ইনিংস খেলেছেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তার ইনিংসটি গড়া ৩টি চার ও একটি ছক্কায়।

শুরুতে রানের জন্য লড়াই করতে হয়েছিল বাংলাদেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিমকে। প্রথম ২৫ বলে তার ব্যাট থেকে এসেছিল ১৩ রান। শেষ ২৬ বলে তিনি যোগ করেন আরও ৩৮ রান।

অধিনায়ক আফ্রিদি ও মিডল অর্ডার ব্যাটসম্যান শহিদ ইউসুফ করেন ১৬ রান করে।

৩১ রানে তিন উইকেট নিয়ে ইসলামাবাদের সেরা বোলার আন্দ্রে রাসেল।

জবাবে ৯ উইকেটে ১২১ রানে থেমে যায় ইসলামাবাদের ইনিংস।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইসলামাবাদকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন ওয়াহাব রিয়াজ। সর্বোচ্চ ২৮ রান করা শেন ওয়াটসনকে ফেরান এই বাঁহাতি পেসার। শেষের দিকে পরপর দুই বল বিপজ্জনক রাসেল ও স্যাম বিলিংসকে (২৬) ফিরিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন তিনি।

ওয়াহাবের ফেরানো তিন ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কে যান কেবল অধিনায়ক মিসবাহ-উল-হক (১২) ও সাঈদ আজমল (১০*)।

পেশাওয়ারের মোহাম্মদ আসগর ও ওয়াহাব তিনটি করে উইকেট নেন।