আবু জায়েদকে নায়ক হওয়ার প্রেরণা দিয়েছিলেন সাকিব

সিলেট সুপার স্টার্সের বিপক্ষে শেষ ওভারে বল দেওয়ার সময় রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান তার পেসার আবু জায়েদকে বলেছিলেন, নায়ক হ্ওয়ার সুযোগ এটাই!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 02:08 PM
Updated : 26 Nov 2015, 02:11 PM

জয়ের জন্য শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৭ রান। উইকেটে ছিল শেষ জুটি। শেষ ওভারে বোলিংয়ের আগে আবু জায়েদর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অধিনায়ক সাকিব ও দলের দুই বিদেশি অলরাউন্ডার ড্যারেন স্যামি ও থিসারা পেরেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব খোলাসা করলেন, ওই সময়ে কি বলেছিলেন আবু জায়েদকে।

“ওই পরিস্থিতিতে আসলে বোলারের করার খুব বেশি কিছু থাকে না। যদি রানটা হয়ে যায়, বোলারের দায় তেমন থাকে না। এজন্যই ওকে বলছিলাম, ‘দেখো, তোমার হারানোর কিছু নাই, কিন্তু জেতাতে পারলে নায়ক হওয়ার সুযোগ আছে’। যেটা শেষ পর্যন্ত সে পেরেছে।”

শেষ ওভারের প্রথম বলে রান দেননি আবু জায়েদ, পরের বলেই আউট করেন মেন্ডিসকে। রংপুর জিতে যায় ৬ রানে।