মেজাজ হারানো নিয়ে নিশ্চুপ সাকিব

আম্পায়ার একটি জোরালো আবেদনে সাড়া না দেওয়ায় হঠাৎ করেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। সেই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে কোনো কথা বলতে চাননি রংপুর রাইডার্সের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 01:07 PM
Updated : 27 Nov 2015, 06:32 AM

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের ইনিংস চলার সময় মেজাজ হারান সাকিব।
 
থিসারা পেরেরার করা ত্রয়োদশ ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে রংপুর। বল গ্লাভসবন্দি করেই উৎসব শুরু করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন; জোরালো আবেদন করেন বোলার থিসারা, সুর মেলান আশেপাশের ফিল্ডাররা।
 
আম্পায়ার তানভীর আহমেদ রংপুরের সেই আবেদন সাড়া দেননি। আম্পায়ারের দিকে এগিয়ে কিছু বলতে দেখা যায় রংপুরের অধিনায়কে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অন্য আম্পায়ার শরফুদ্দৌলা। 
 
৬ রানে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে সাকিবকে সবার আগে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মাঠের ঘটনা বাইরে বলেননি।
 
“মাঝেমধ্যে এ রকম হয়ে থাকে। আমি আসলে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না।”