ছাত্রীকে যৌন নিপীড়ন, চাকরি গেল জাবি শিক্ষকের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ‘প্রমাণিত হওয়ায়’ এক শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2015, 08:33 AM
Updated : 29 May 2015, 09:15 AM

চাকরিচ্যুত এ কে এম আনিসুজ্জামান (৩৪) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ছিলেন।

প্রায় এক বছর ধরে তদন্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য রাশেদা আক্তার জানান।

অধ্যাপক রাশেদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজ বিভাগের একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রভাষক আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।”

তিনি জানান, ২০১৪ সালের ২৩ অগাস্ট এক ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বর্তমান উপাচার্য ফারজানা ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। ওই সময়ই আনিসুজ্জামানকে বিভাগের সব দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

“এরপর অভিযোগের তদন্ত করে সব প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে”, বলেন অধ্যাপক রাশেদা।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সংশ্লিষ্ট বিভাগের ছাত্রীর সঙ্গে কথা বলেছি। অনেক ছাত্রীই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওই শিক্ষকের নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছে।”

এ বিষয়ে কথা বলতে আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।