বিএম কলেজে আবাসিক ছাত্রদের বিক্ষোভ

ছাত্রাবাসের অসমাপ্ত কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের জীবনান্দ দাস ছাত্রাবাসের ছাত্ররা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2015, 12:46 PM
Updated : 4 Feb 2015, 12:46 PM

বুধবার দুপুরে বিক্ষোভের পাশাপাশি কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও করেন এই হিন্দু হোস্টেলের বাসিন্দারা।

এ সময় তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন।

পরে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার বিষয়ে অধ্যক্ষের আশ্বাস পেয়ে ছাত্রবাসে ফিরে যান তারা।

কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জীবনান্দ দাস ছাত্রাবাসের বাসিন্দা সমীরণ সরকার জানান, তিন বছর আগে তিন কোটি টাকা ব্যয়ে কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসে নতুন ৪ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়।

কিন্তু দীর্ঘ দিনেও ওই ভবনের ২০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়নি।

ফলে পুরানো ও জরাজীর্ণ ভবনেই ছাত্রদেরবসবাস করতে হচ্ছে বলে তিনি জানান।

অপর বাসিন্দা আশুতোষ বাড়ৈ জানান, নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য কলেজ প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও তাতে কোনো কাজ হয়নি।

তাই ভবন নির্মাণ কাছ শেষ করার দাবিতে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে, বলেন তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক বলেন, তিন বছরেও ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়া দুঃখজনক।

এ ব্যাপারে উন্নয়নকাজে নিয়োজিত প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে।

কিন্তু তাতে তারা কর্নপাত করছে না। তাই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে বলে জানান অধ্যক্ষ।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।