কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 11:24 AM
Updated : 18 Dec 2014, 11:59 AM

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক জানান, বৃহস্পতিবার সি ইউনিটের পরীক্ষা চলাকালে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্র থেকে ইব্রাহীম খলিলকে আটক করা হয়।

আটক ইব্রাহীম খলিল কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৭৫৪৩৯।

আইনুল হক বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম বলেন, কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রের একটি কক্ষ থেকে কক্ষ পরিদর্শক ইব্রাহীম খলিলকে একটি মোবাইল ফোনসহ আটক করেন। পরে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফিরোজের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।  

প্রক্টরিয়াল বডির সদস্যরা তার মোবাইল ফোনে ১০০টি প্রশ্নের ভাগ ভাগ করা ও সংক্ষিপ্ত উত্তর দেখতে পান। তখন ওএমআর শিটে অন্তত ৫০ ভাগ উত্তর পূরণ করা হয়েছে।

তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান প্রক্টর মো. আইনুল হক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হয়।