প্রাথমিক সমাপনীর প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন সারাদেশে এক লাখ ৪৩ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2014, 03:11 PM
Updated : 23 Nov 2014, 03:11 PM

এছাড়া রাজশাহী ও ঢাকা বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমাপনীতে এক লাখ দুই হাজার ৭৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৪৯ হাজার ১৪৪ জন ছাত্রী এবং ৫৩ হাজার ৫৯৮ জন ছাত্র।

অন্যদিকে ইবতেদায়ীতে ৪০ হাজার ৬৯৮ জন অনুপস্থিতের মধ্যে ১৭ হাজার ১৭৫ জন ছাত্রী এবং ২৩ হাজার ৫২৩ জন ছাত্র।

প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত ছিল তিন দশমিক ৬৮ শতাংশ। ইবতেদায়ীতে এই হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে পঞ্চম শ্রেণির ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদ্রাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।