ঢাবির নামে ফেইসবুক পৃষ্ঠা খুলে প্রতারণার অভিযোগ

অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন পেইজ খুলে একটি চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 04:03 PM
Updated : 30 Oct 2014, 04:03 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুয়া এসব ফেইসবুক পেইজ বন্ধ করা না হলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে বলা হয়, “ফেইসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ‘University of Dhaka’ ‘Dhaka University’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে বেশ কিছু পেইজ এবং গ্রুপ খোলা হয়েছে, যেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।”

এতে আরো বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালিত বা অনুমোদিত কোনো ফেইসবুক পেইজ নেই।

“এসব পেইজ যদি বন্ধ করা  না হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোনো বিকল্প থাকবে না।”

এসব পেইজের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেওয়া ছাড়াও নানা ধরনের কুৎসা রটানো হয়, যা বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।

ওই চক্র শিক্ষার্থীদের ফেইসবুক, ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে পরবর্তীতে পার্সওয়াড ফেরৎ দিতে টাকা দাবি করে বলেও অভিযোগ করেছেন কয়েকজন।

টাকা না দিলে এসব পেইজে অপত্তিকর ছবি, মন্তব্য লেখার হুমকি দেওয়া হয় বলে জানান তারা।