ভর্তি পরীক্ষার উত্তরপত্র বদলে ধরা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রথম দিনে উত্তরপত্র বদলানোর ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 11:05 AM
Updated : 27 Oct 2014, 11:05 AM
বহিষ্কৃতরা হলেন- মো. সেলিম আলী ও হাসান।

সোমবার সকালে ‘ডি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমাজ বিজ্ঞাস ভবনের ৩০৭ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন সেলিম ও হাসান।

কেন্দ্রের দায়িত্বে থাকা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস জানান, সেলিম তার উত্তরপত্র লেখার পর তা হাসানকে দিয়েছিলেন।

“বিষয়টি ধরা পড়ার পর তাদের দুজনকেই বহিষ্কার করা হয়েছে।”

সমাজ বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৮৭৭ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮৬১ জন শিক্ষার্থী।