শেকৃবিতে আবেদনের সময় বাড়ল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় ২০ দিন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 03:48 PM
Updated : 30 Sept 2014, 03:49 PM
৩০ সেপ্টেম্বর শেষ দিন থাকলেও আগামী ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সময় মিলে যাওয়ায় আগামী ১৪ নভেম্বর সকাল ১০টার পরিবর্তে বিকাল ৩টায় শেকৃবিতে ভর্তি পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

এবার শেকৃবির ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৭ থাকতে হবে।

অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন পূরণ করে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ও জেনারেল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে।

ফরম পূরণের সময় একটি পাসপোর্ট আকারের রঙিন ছবিও আপলোড করতে হবে ভর্তিচ্ছুকে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য শেকৃবির ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এবার শেকৃবির কৃষি অনুষদে ৩৫০, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।