চবি এফ রহমান হলে অভিযান, আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিবির-নিয়ন্ত্রিত এফ রহমান হলে অভিযান চালিয়ে রামদা, রড, পাথরসহ বিপুল পরিমাণ জেহাদী বই জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 07:19 PM
Updated : 15 Sept 2014, 07:19 PM
সোমবার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এই অভিযানে দুই শিবিরকর্মীকেও আটক করা হয় বলে হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই মোশাররফ হোসেন জানিয়েছেন।

শিক্ষকবাসে হামলায় ১৪জন আহত হওয়ার ঘটনার পর থেকে ক্যাম্পাসে টানা অভিযানের অংশ হিসেবে চবি প্রক্টোরিয়াল বডি, হল প্রভোষ্টের উপস্থিতিতে পুলিশ এ অভিযান চালায়।

এফ রহমান হলের ২০৪ নম্বর কক্ষ থেকে অর্থনীতি তৃতীয় বর্ষের মাহমুদ ও অতিথি কক্ষ থেকে লোকপ্রশাসন তৃতীয় বর্ষের মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

চবি’র সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জিহাদী বই, আট-নয় ব্যাগ পাথর, নয়টি রামদা, বায়তুল মালের রশিদ, ৪০-৫০টি লাঠি, আটটি কাচের বোতল, নয়টি রডসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে।

হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই মোশাররফ হোসেন জানান, ওই হলের ৩২০, ৩২৩, ৩১৮, ২২১, ২১৮ ও ২০৪ নম্বর কক্ষ থেকে এইসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।