বাকৃবিতে মমতাজ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্ররা।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2014, 08:55 AM
Updated : 5 April 2014, 08:55 AM

শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংগ্রামী সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক, ছাত্রলীগ বাকৃবি শাখা সভাপতি মোর্শেদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ শিক্ষক ও ছাত্ররা অংশ নেন।

মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় ড. রফিকুল হক সাদ বলেন, মেধাবী ছাত্র সাদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (৩১ মার্চ) প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত হন মৎসবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ও আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ। পরদিন বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।