স্কুল-কলেজে রোজার ছুটি কমছে

হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ক্লাস না হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে এবার স্কুল-কলেজে রোজার ছুটি কমিয়ে আনছে শিক্ষা মন্ত্রণালয়।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2013, 02:09 AM
Updated : 8 July 2013, 02:09 AM

মঙ্গলবার এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার বিভিন্ন কারণে ক্লাস-পরীক্ষা অনেক কম হয়েছে। এ জন্য রমজানের ছুটি কমিয়ে আনা হবে।”

শিক্ষাক্রম অনুযায়ী আগামী ১১ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রোজার ছুটি শুরু হওয়ার কথা ছিল।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মূলত হরতালে ক্লাস কম হওয়ার কারণেই ছুটি কমানোর সিদ্ধান্ত। ১৫ রোজা বা এর কাছাকাছি সময়ে ছুটি ঘোষণা করা হতে পারে। আর মঙ্গলবার চাঁদ দেখা গেলে পরদিন, অর্থাৎ ১০ জুলাই থেকে রোজা শুরু হতে পারে। 

এবার হরতালের কারণে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

এছাড়া এইচএসসি ও সমমানের ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায় হরতালের কারণে।