১২ ঘণ্টা খোলা থাকবে জগন্নাথের গ্রন্থাগার

শিক্ষার্থীদের আন্দোলনে সাড়া দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 11:31 AM
Updated : 30 May 2016, 12:05 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে রাত ৮টা পযন্ত গ্রন্থাগার খোলা রাখার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। এছাড়াও গ্রন্থাগারে নির্মিতব্য একটি কক্ষ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল।

এই বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্মিত কম্পিউটার ল্যাবটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এক সেমিস্টারের জন্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাস রুম হিসেবে ব্যবহৃত হবে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কক্ষটি ছেড়ে দিলে কক্ষটি কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য উন্মুক্ত রিডিং রুম হিসেবে ব্যবহার করা হবে।