বিএটিবির সুপেয় পানির প্রকল্প পুরস্কৃত

চলতি বছর এশিয়া রেসপনসিবল এন্ট্রার প্রেনারশিপ অ্যাওয়ার্ড (এআরইএ) পেয়েছে আর্সেনিকমুক্ত নিরাপদ সুপেয় পানি সরবরাহের একটি প্রকল্প ‘প্রবাহ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 04:41 PM
Updated : 7 July 2015, 04:41 PM

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) লিমিটেডের অর্থায়নে এই প্রকল্প পরিচালিত হয়।

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাকাউ দ্বীপপুঞ্জে এক অনুষ্ঠানে বিএটিবির হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ জুবায়েরের হাতে পুরস্কার তুলে দেন এন্টারপ্রাইজ এশিয়ার সভাপতি দাঁতো উইলিয়ান এনজি।

বিএটিবি তার সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে আর্সেনিক আক্রান্ত এলাকায় ‘প্রবাহ’ প্রকল্পের মাধ্যমে দেশের ১৩টি জেলায় ৫৯টি পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্ল্যান্টগুলোতে প্রতিদিন দেড় লাখ মানুষের সুপেয় পানির চাহিদা পূরণ করতে ৩ লাখ লিটার পানি পরিশোধিত হয়।

অনুষ্ঠানে বিএটিবির করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আনোয়ারুল আমিন ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।