সামিট এলায়েন্স পোর্টের এজিএমের ভ্যেনু পরিবর্তন

রাইট শেয়ার ইস্যুতে সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি আদায়ে বিশেষ সাধারণ সভার স্থান পরিবর্তন করেছে সামিট এলায়েন্স পোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2015, 12:39 PM
Updated : 7 July 2015, 12:39 PM

ভেন্যু পরিবর্তিত হলেও সভার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩০ জুলাই সকাল ১১টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে একই সময়ে ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে ইজিএমের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল।

কোম্পানি ৫টি সাধারণ শেযারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের বিপরীতে প্রিমিয়াম নেওয়া হবে ৫টাকা। সেক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ১৫ টাকা।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ১৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাধারণ শেয়ারহোল্ডারদের আপত্তির কারণে প্রিমিয়াম মূল্য ১০টাকা কমানো হয়।