১১ জুলাই শিল্প এলাকার সব ব্যাংক খোলা

তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন ও বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের জন্য ১১ জুলাই ছুটির দিনে শিল্প এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 10:46 AM
Updated : 2 July 2015, 10:46 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, “আসন্ন ঈদ উল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১১ জুলাই খোলা রাখার নির্দেশ দেওয়া হল।”

এসব এলাকা ঘিরে দেশে ৪ হাজারের বেশি পোশাক কারখানায় ৪০ লাখের বেশি শ্রমিক-কর্মচারি কর্মরত আছে বলে পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর দাবি।

ওইদিন যেসব ব্যাংক কর্মকর্তা অফিসের কাজে যোগদান করবেন তাদের সম্মানজনক যুক্তিসঙ্গত ভাতা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজিএমইএর অনুরোধে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।