উৎসে কর কমায় রপ্তানিকারকদের স্বস্তি

তৈরি পোশাকের রপ্তানি মূল্যের উপর আরোপিত উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৬০ শতাংশে নামিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 04:48 PM
Updated : 30 June 2015, 04:48 PM

এর ফলে রপ্তানি খাতে সক্ষমতা বাড়বে বলে মনে করছে ইএবি।

ফাইল ছবি

মঙ্গলবার ইএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাতীয় সংসদে যে অর্থবিল পাস হয়েছে, তাতে সকল রপ্তানিমুখী পণ্য মূল্যের উপর আরোপিত উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৬০ শতাংশ করা হয়েছে।

গত ৪ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাব করেছিলেন তাতে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য রপ্তানি মূল্যের উপর ১ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার প্রস্তাব করেছিলেন।

বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানি মূল্যের উপর শূন্য দশমিক ৩০ শতাংশ এবং অন্যান্য পণ্যে শূন্য দশমিক ৬০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হতো।

রপ্তানি পণ্য মূল্যের উপর আরোপিত উৎস কর হ্রাস এবং প্রথমবারের মতো সব ধরনের পণ্য রপ্তানির উপর একই হারে উৎসে কর নির্ধারণ করায় রপ্তানিখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।