বাংলাদেশ সার্ভিসেসের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 09:45 AM
Updated : 30 June 2015, 09:48 AM

সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এই সিদ্ধান্ত হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের শেয়ারধারীরা ১০০টি শেয়ারের বিপরীতে ১৫টি শেয়ার বোনাস পাবেন।

বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২৩ জুলাই।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৮ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৮ টাকা ৬৬ পয়সা।