হাক্কানী পাল্পের অস্বাভাবিক দর তদন্তে কমিটি

পেপার ও প্রিন্টিং খাতের তালিকাভুক্ত হাক্কানী পাল্প অ্যান্ড পেপারের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2015, 09:17 AM
Updated : 30 June 2015, 09:17 AM

এ বিষয়ে সোমবার নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমানের স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে মঙ্গলবার ডিএসই অয়েবসাইটে জানানো হয়েছে ।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান ও গোলাম কিবরিয়া।

কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ১১ জুন হাক্কানীর শেয়ারের দর ছিল ২১ টাকা। আর ২৯ জুন পর্যন্ত শেয়ারটির দর দাঁড়ায় ৫৮ টাকায়।