ইকুয়েডরে গেল ওয়েস্টার্ন মেরিনের জাহাজ

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রথমবারের মতো জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 05:25 PM
Updated : 29 June 2015, 05:27 PM

সোমবার চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের মালিকানাধীন প্রমোদতরী ওয়েস্টার্ন ক্রুজে আয়োজিত এক অনুষ্ঠানে ইকুয়েডর প্রতিনিধির কাছে এ জাহাজ হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন।

নিজাম উদ্দিন বলেন, “ওয়েস্টার্ন মেরিন জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে এখন পরিচিত নাম। সর্বোচ্চ গুণগত মান অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করছে ওয়েস্টার্ন মেরিন।”

এ রপ্তানির মধ্য দিয়ে ইকুয়েডরের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান।

ইকুয়েডরের নেওয়া ৮৮.৬ মিটার দীর্ঘ ‘এমভি স্টেলা আটলান্টিক’ একটি মাল্টিপারপাস জাহাজ। জাহাজটিতে ৬০ টন পণ্য উত্তোলন ক্ষমতা সম্পন্ন দুটি ক্রেইন রয়েছে। পাশাপাশি ১৯৭ টিইউএস কনটেইনার পরিবহন করতে পারবে জাহাজটি।

ইকুয়েডরের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ট্রান্সনেইভ দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জ গালাপাগোস থেকে পণ্য পরিবহনে জাহাজটি ব্যবহার করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান শুভাশীষ বোস, ইকুয়েডরিয়ান নেভি কোম্পানির পরিচালক ক্যাপ্টেন এ্যালিজেন্ড্রো ভিলাসিস, ট্রান্সনেইভের মহাব্যবস্থাপক লুইস মিরা ব্রিটো ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।