চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম বেড়েছে

রমজানের দুই সপ্তাহে আগে চট্টগ্রামের কাঁচাবাজারে অন্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 11:27 AM
Updated : 30 May 2015, 11:27 AM

বেগুন, কাঁচা মরিচ ও শসাসহ রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ব্রয়লার মুরগীর দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

শনিবার নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার রেয়াজউদ্দিন বাজার সরেজমিনের পরির্দশনে এ চিত্র দেখা যায়।

রেয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ থেকে ৪০ টাকার মধ্যেই সবগুলো সবজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে পাঁচ টাকা করে কমেছে।

শনিবার রেয়াজউদ্দিন বাজারে কেজি প্রতি ঢেঁড়স বিক্রি হচ্ছে ২০ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, বেগুন ২০ থেকে ৩০ টাকা, বরবটি ৩০ থেকে ৪০ টাকা ও পটল ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে কাঁচা মরিচ কেজি ১৫ টাকা করে বিক্রি হচ্ছে বলে জানান হারুন।

গরুর মাংস আগের দামেই বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছিল ৪৮০ টাকায়।

মাংসের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল থাকলেও বেড়েছে ব্রয়লার মুরগীর দাম।

রেয়াজউদ্দিন বাজারের মুরগী বিক্রেতার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহে আমরা ব্রয়লার মুরগী ১৫৫ টাকায় বিক্রি করেছি। গত দুদিন আগে কেজি প্রতি ১০ টাকা বেড়ে এখন সেটা বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।

অন্যদিকে পেঁয়াজ, রসুন ও ছোলার খুচরা বাজারও রয়েছে স্থিতিশীল।

ভারতীয় পেঁয়াজ মানভেদে ২৬ থেকে সর্বোচ্চ ৩৬ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। রসুন প্রতি কেজি ৯০ টাকায় এবং খুচরায় ছোলা বিক্রি হচ্ছিল কেজি প্রতি ৬০ ও মটর কেজি প্রতি ৪০ টাকা।